ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেপালে ফের ২ দফা ভূমিকম্প

নেপালে ফের ২ দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাত ২.১৯ মিনিট ও শুক্রবার সকাল ৬.১৭ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল৪। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

পূর্ব কাঠমাণ্ডুর সিন্দুপালচক ও দোলাখা অঞ্চলে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। বারবার আফটারশক অনুভূত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের পর প্রায় ১৫০ বার কেঁপে উঠেছে নেপাল।

তবে প্রাথমিক প্রতিবেদনে এ দুই দফা ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নেপালে ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত ৮ হাজারের মতো লোক প্রাণ হারিয়েছে। পাশাপাশি আহত হয়েছে ১৪ হাজারেরও বেশি।

বিডি-প্রতিদিন/০৮ মে ২০১৫/ এস আহমেদ



এই পাতার আরো খবর