ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মালয়েশিয়ায় উপ-নির্বাচনে আনোয়ার ইব্রাহীমের স্ত্রীর জয়

মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা ক‍ারাবন্দি আনোয়ার ইব্রাহীমের স্ত্রী ডাক্তার আজিজাহ উপনির্বাচনে জয়লাভ করেছে।

আজ শুক্রবার নির্বাচনের বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ক্ষমতাসীনদের দায়ের করা রাজনৈতিক মামলায় পাঁচ বছরের জেল দেয়া হয়েছে আনোয়ার ইব্রাহীমকে। এতে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়।

স্বামীর হয়ে ৬২ বয়সী আজিজাহ এ নিয়ে দ্বিতীয়বার উপনির্বাচন করে বিজয়ী হলেন। প্রতিপক্ষের নিপীড়নে বারবার জেল খাটতে হয়েছে আনোয়ার ইব্রাহীমকে। এর আগে ১৯৯৯ সালে উপপ্রধানমন্ত্রী আনোয়ারকে বরখাস্ত করার পর দুর্নীতির অভিযোগ এনে জেলে ঢুকানো হয়।

তখনো স্বামীর অনুপস্থিতিতে আজিজাহ উপনির্বাচনে বিজয়ী হন। যদিও ২০০৮ সালে জেল থেকে মুক্ত হওয়ার পর তাকে আবার আসনটি ছেড়ে দিয়েছিলেন। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে আনোয়ার ইব্রাহীমের দল নজীরবিহীন সাফল্য দেখিয়ে বিরোধী দলের আসনে বসে।

বিডি-প্রতিদিন/ ০৮ মে ১৫/ সালাহ উদ্দীন      

 



এই পাতার আরো খবর