ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সাড়ে চারশ যাত্রী নিয়ে চীনে জাহাজডুবি

প্রবল ঝড়ে চীনের দক্ষিণাঞ্চলের ইয়াংজি নদীতে সাড়ে চারশ যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার তৎপরতা চললেও প্রবল ঝড় ও বাতাসের কারণে উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ খবর জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, জাহাজটি চীনের হুবেই প্রদেশের নানজিং থেকে চোংকিং যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার রাত নয়টা ২৪ মিনিটে জাহাজটি ডুবে যায়।

উদ্ধার হওয়া জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী জানিয়েছেন,  সাইক্লোনের কবলে পড়লে জাহাজটি দ্রুতই ডুবে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজটিতে চারশ পাঁচজন যাত্রী, পাঁচজন ট্রাভেল এজেন্সির কর্মকর্তা এবং ৪৭ জন জাহাজটির ক্রু ছিলেন।

বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৫/মাহবুব



এই পাতার আরো খবর