ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অভিবাসীদের দায়িত্ব প্রশ্নে দ্বিধাবিভক্ত ইউরোপ

ইতালি ও গ্রিসে অভিবাসন প্রত্যাশী হাজার হাজার মানুষকে নিয়ে কি করা হবে তা নিয়ে বৈঠকে বসলেও শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো।

ইতালি ও গ্রিসের প্রত্যাশা ছিল ইউরোপের দেশগুলো মিলে অভিবাসীদের দায়দায়িত্ব ভাগাভাগি করে নিক। কিন্তু পোল্যান্ড ও হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এর বিরোধিতা করেছে। যুক্তরাজ্যও এই ইস্যুতে নিজেদের সম্পৃক্ত হওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে।

বৈঠকে কোন কোন দেশ অবশ্য এই অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। মতবিরোধের কারণে ইউরোপের ঐক্য এবং সহযোগিতামূলক নীতি এখন হুমকির মুখে পড়েছে।  

 

বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর