ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবারের রোজা বিশ্বের কোথায় কতক্ষণ
ছবি সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের পবিত্র রোজার মাস উপস্থিত। প্রতিটি মুসলমানের আত্মার পরিশুদ্ধতার মাস এই রমজান। আর এই রোজা পালিত হয় সূর্যের অবস্থানের ভিত্তিতে। সূর্যোদয়ের আগেই সেহরি খেয়ে নিতে হয়। আর ইফতার করতে হয় সূর্যাস্তের পর। এর মধ্যে খাদ্য গ্রহণের কোন সুযোগ নেই। এটাই বিধান ইসলামের।

সূর্যের অবস্থানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময় কম-বেশি হয়। ভৌগলিক অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হয় এই সময়। আর তাই দেখা যায় কোথাও ২২ ঘণ্টা আবার কোথাও ১০ ঘণ্টারও কম। অনেক দেশেই প্রথম রমজান পালিত হবে ১৮ জুন। ওইদিন আইসল্যান্ডে দিনের আলো ২২ ঘণ্টা। এখানকার মুসলিমরা সর্বোচ্চ কষ্টসাধ্যের মধ্যে রোজা রাখবেন। দিনের আলো সবচেয়ে কম  থাকবে চিলিতে। এখানে ১৮ জুন মোট রোজার সময় ৯ ঘণ্টা ৪৩ মিনিট। আর বিটেনে এবারের রোজার সময় ১৯ ঘণ্টা। অন্যদিকে বাংলাদেশে প্রথম রোজার সময় হবে ১৫ ঘণ্টা ০৪ মিনিট। উপরে উল্লিখিত চিত্রে বিভিন্ন দেশের মোট সময় দেওয়া রয়েছে।

বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/রোকেয়া।  



এই পাতার আরো খবর