ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউরোপে এফ-২২ জঙ্গি বিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
এফ-২২ জেট

ইউরোপে এফ-২২সহ জঙ্গিবিমানের স্কোয়াড্রন মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপে রাশিয়ার কথিত 'আগ্রাসন' মোকাবেলার জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে মার্কিন বিমান বাহিনী প্রধান ডেবোরা জেমস দাবি করেছেন। খবর মিলিটারিডটকম ওয়েবসাইট

ওয়েবসাইটটির খবরে বলা হয়, মস্কোকে তার ভাষায় ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করে তিনি বলেন যে ইউক্রেনে যা ঘটছে তা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক উদ্বেগজনক।

ডেবোরা জেমস আরো বলেন, 'উদাহরণ হিসেবে বলা যায়, ইউরোপে এফ-২২ জঙ্গিবিমান মোতায়েন করা হবে তা পরিষ্কারভাবে বুঝতে পারছি তবে কবে মোতায়েন করা হবে তা এখনো জানি না। এ ছাড়া, ভবিষ্যতে এ জাতীয় বিমান মোতায়েন না করার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

এদিকে, পেন্টাগনের এ হঠকারী সিদ্ধান্তের বিপরীতে গতকাল ইউরোপে আরো সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণাও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে দেশটি ৪০টির মতো অান্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানিয়েছে সম্প্রতি। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোতে ন্যাটো ও আমেরিকার সমরাস্ত্রের মোতায়েনের পরিকল্পনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন পুতিন।

বিডি-প্রতিদিন/১৭ জুন ২০১৫/শরীফ



এই পাতার আরো খবর