ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দলের জন্য ডোনেশন চাইলেন কেজরিওয়াল

তহবিলে অর্থ নেই, তাই দলের দৈনন্দিন খরচ-খরচা মেটাতে সাধারণ মানুষের কাছে হাত পাতলেন আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আশ্চর্যজনক লাগলেও ঘটনাটি সত্যি। মঙ্গলবার নিজের মুখে সাধারণ মানুষের কাছে এই আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, ‘অসৎ পথে রুপি তুলে তহবিল ভরাতে চাই না। সৎ পথে রাজনীতি করার নীতিতেই অটল থাকবেন। তাই মানুষের কাছে সাহায্য ভিক্ষার সিদ্ধান্ত নিয়েছি।

এদিন কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে সরকার গড়ার পরই তহবিলে যা রুপি ছিল সেগুলি সব খরচ হয়ে গিয়েছে। এখন দলের প্রতিদিনের কাজকর্ম চালাতেই অর্থের দরকার। আপনারা হয়তো অবাক হবেন যে একজন মুখ্যমন্ত্রী কী করে মানুষের কাছে রুপি চাইতে পারেন? কিন্তু এখানেই তো অন্যদের সঙ্গে আমাদের ফারাক। অসৎ পথে হেঁটে দলের তহবিল ভরাতে চাইলো তো আপনাদের কাছে আবেদন করার দরকারই হতো না। কিন্তু আমি দুর্নীতির রাস্তায় হাঁটতে চাই না।’

জনগণের কাছে যে যার সাধ্যমতো অর্থ সাহায্যের আবেদন করে আপ প্রধান বলেছেন, ‘আপনাদের কাছে দশ রুপি হলেও আমাদের দিন, কারণ ওই দশ রুপিও আমাদেরকে সৎ রাজনীতির পথে চলতে সাহায্য করবে।’

উল্লেখ্য দিলি­ বিধানসভার নির্বাচনী প্রচারণায় দলের অর্থ তহবিল নিয়ে চলতি বছরের শুরুতেই নানা অভিযোগ উঠেছিল। যদিও সেসময় কেজরিওয়াল জানিয়েছিলেন, ‘সাধারণ মানুষই আমাদেরকে অর্থ সাহায্য করেছে। টেবিলের তলা দিয়ে আমরা কোন পয়সা নেইনি। প্রতিটি পয়সার হিসাব দিয়েছি।’ তাই এবার টেবিলের উপর দিয়েই হাত পেতে দলের তহবিল ভরাতে চাইছেন স্বপ্নের ফেরিওয়ালা?  

 

বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর