ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নেপালে ভূমিধসে ১৫ জনের মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডু থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমের পোখরা শহরের কাছাকাছি দুটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় সুত্র জানিয়েছে, ওই ভূমিধসে কমপক্ষে ২২ টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছর বড় ধরণের দুটি ভূমিকম্পে নেপালে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। আর সে কারনে মৌসুমী ভারী বর্ষণের কারনে সৃষ্ট ভূমিধসে আতঙ্ক প্রকাশ করেছে নেপাল সরকার।

বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই,১৫/ নাবিল



এই পাতার আরো খবর