ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পদত্যাগ করলেন মসজিদুল হারামের খতিব শায়খ শুরাইম
অনলাইন ডেস্ক
শায়খ ড. সৌদ আল শুরাইম

সৌদি আরবের মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। দীর্ঘ ৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। 

শায়খ ড. সৌদ আল শুরাইম মসজিদুল হারামের জনপ্রিয় ও বিখ্যাত খতিবদের একজন। ২০২২ সালের শেষদিকে শায়খ ড. সৌদ আল শুরাইম পদত্যাগ করেন বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণের অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। 

শায়খ ড. সৌদ আল শুরাইম তার চুক্তি নবায়ন করতে পারেন এবং বিবেচনার ভিত্তিতে আবারও ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর