ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিদেশিদের জন্য ওমরাহ বিমা বাধ্যতামূলক করল সৌদি আরব
অনলাইন ডেস্ক

বিদেশি ওমরাহযাত্রীদের জন্য ওমরাহ বিমা বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানায় দেশটির ওই মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি মৌসুমে ওমরাহর উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব যাত্রী সৌদি আসবেন, তাদের অবশ্যই ওমরাহ বিমাবাবদ অতিরিক্ত কিছু অর্থ জমা দিতে হবে। এই অর্থের সর্বোচ্চ পরিমাণ ১ লাখ রিয়াল। ওমরাহ ফি’র সঙ্গে সংযুক্তভাবে প্রদান করতে হবে এই অর্থ।’

‘জরুরি স্বাস্থ্য পরিষেবা, অপ্রত্যাশিত করোনা সংক্রমণ, দুর্ঘটনা, মৃত্যু, ফ্লাইট বাতিল হলে নতুন ফ্লাইটের জন্য টিকেট ক্রয় প্রভৃতি ক্ষেত্রে এই বিমার সুবিধা ওমরাহযাত্রীরা পাবেন।’ 

এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দাপ্তরিক কমিউনিকেশন চ্যানেলগুলোর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ ছাড়া সারাবছর ওমরাহ পালন করা যায়। ৎ

সূত্র : গালফ নিউজ

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর