দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় হিফজুল কুরআনের প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’র রংপুর জোনের অডিশন চলছে। রবিবার সকাল ৮টায় রেজিস্ট্রেশন শুরু হয়। ১০টায় শুরু হয় অডিশন।
রংপুর বিভাগের ৮ জেলার প্রতিযোগীরা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেন। রংপুর নগরীর সিও বাজার সংলগ্ন কেল্লাবন্দ মাদরাসাতুল হুফফাজ প্রাঙ্গণে এই অডিশন শুরু হয়।
অডিশন শুরুর পর কুরআন তিলাওয়াতে মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। পাঁচটি বুথে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর পাঁচটি প্যানেলে বিচারকরা প্রথম রাউন্ডের প্রতিযোগীদের বাছাই করেন। মোট ৩০ জন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবেন।
রংপুর বিভাগীয় সমন্বয়কারী মাদরাসাতুল হুফফাজের পরিচালক হাফেজ শহিদুল ইসলাম বলেন, এবারের প্রতিযোগিতায় ৭০০ জন অংশগ্রহণ করছে। ১২ জন বিচারক রয়েছেন। এর মধ্যে ঢাকা থেকে পাঁচজন আলেম রয়েছেন।
কুড়িগ্রামের হাফেজ রশিদুল ইসমাম বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছি।
প্রতিযোগী মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
সারা দেশের ১১ জোন থেকে অনূর্ধ্ব-১৬ বছরের কুরআনের হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশবরেণ্য বিজ্ঞ আলেমরা।
বিডি প্রতিদিন/এমআই