ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

১৭ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে যেসব দেশে, যে বছরে হবে দুই রোজা
অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে চলছে পবিত্র রমজান মাস। চাঁদের হেরফেরে বিভিন্ন দেশে রোজ শুরু হওয়ার দিন ক্ষণে খানিকটা তারতম্য হয়। তবে বর্তমানে সব দেশেই বিরাজমান রোজা। 

সময়ের পার্থক্যের কারণে রোজা রাখার সময়েও বেশ হেরফের হয়। কোনো দেশের মানুষকে রোজা রাখতে হচ্ছে ১৭ ঘণ্টা পর্যন্ত। কোনো দেশের আবার ১২-১৩ ঘণ্টা।     চন্দ্রবর্ষ সৌরবর্ষের চেয়ে ১১ দিন কম হওয়ায় ২০৩০ সালে রমজান মাস পালন করা হবে দুবার। ওই বছর প্রথম রমজান মাস শুরু হবে ৫ জানুয়ারি। আর ২৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় রমজান মাস।

পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ দিকের মুসলিমরা যেমন চিলি বা নিউজিল্যান্ডে বসবাসকারী মুসলিমরা এ বছর প্রায় ১২ ঘণ্টা রোজা রাখছেন। বিপরীতে উত্তরের দেশগুলো আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডে রোজা রাখতে হচ্ছে ১৭ ঘণ্টার কিছুটা বেশি।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর