ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভিসা থাকলেও হজ মৌসুমে মক্কায় যেতে পারবেন না যারা
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ভিসা থাকলেও হজ মৌসুমে হজযাত্রী ব্যতীত অন্যদের জন্য মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব প্রশাসন।

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসা থাকা সত্ত্বেও হজযাত্রী ব্যতীত অন্য কেউ হজ মৌসুম তথা ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবে না। কেউ এই আইন লঙ্ঘন করলে তাকে জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছে ওই বিবৃতিতে।

এতে বলা হয়েছে, পর্যটন বা কাজের ভিসায় যারা সৌদি আরবে রয়েছেন তাদের কেউ হজ মৌসুমে সেখানে প্রবেশ করতে পারবেন না। হজ যাত্রীদের সুবিধার্থে এই নীতি গ্রহণ করা হয়েছে।

এছাড়া যারা এখন হজের ভিসা ব্যতীত অন্য ভিসায় সৌদিতে অবস্থান করছেন তাদেরকেও উল্লেখিত সময়ের মধ্যে মক্কায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সৌদি আইন অনুযায়ী ভ্রমণকারীকে জরিমানা গুনতে হবে। এছাড়া মক্কা ছাড়া সৌদির অন্যান্য স্থানের নাগরিকদের ক্ষেত্রে ২ থেকে ২০ জুন পর্যন্ত এই আইন প্রযোজ্য হবে বলে সতর্ক করা হয়েছে। সূত্র: আরব নিউজ

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর