ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৬ পদে রংপুর ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ
অনলাইন ডেস্ক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে নয়টি পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: প্রভাষক (ইংরেজি), প্রদর্শক শিক্ষক (জীববিজ্ঞান), সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি), ইনস্ট্রাক্টর, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (রসায়ন বিজ্ঞান), পিয়ন, ক্লিনার, মেস ওয়েটার।

যোগ্যতা:

প্রভাষক (ইংরেজি): পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

প্রদর্শক শিক্ষক (জীববিজ্ঞান): পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

সহকারী শিক্ষক:

বাংলা: পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

ইংরেজি: পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে এবং সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের জিপিএ থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

ইনস্ট্রাক্টর: পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল/মেকানিক্যাল) থাকতে হবে। কম্পিউটার, ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

ল্যাবরেটরি আ্যটেনডেন্ট (রসায়ন বিজ্ঞান): পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম এসএসসি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

পিয়ন: পদটিতে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

ক্লিনার: পদটিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

মেস ওয়েটার: পদটিতে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আবেদপত্র ‘অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর’ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১৯ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

 

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/হিমেল



এই পাতার আরো খবর