ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৩৮তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৬২ জন
অনলাইন ডেস্ক

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী।

আজ সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) পাওয়া যাবে। 

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন। ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।

 

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর