ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

লোকালয়ে ঢুকে পড়লো ২২টি হাতি
অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় বাইশটি হাতি ঢুকে পড়েছে বলে জানা গেছে। কিন্তু হাতির দল তাড়ানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বনকর্মীদের নেই। তাই দিনভর হাতির গতিবিধির ওপর নজর রাখা ছাড়া কোনো ভূমিকা ছিল না তাদের। হাতির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। 

বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গের পর্যটনকেন্দ্রগুলির অন্যতম শুশুনিয়া পাহাড়। ভরা মরসুম বলে হাজার হাজার পর্যটকে ভরা জায়গাটি। অথচ হাতির কারণে রবিবার রাতে খুশির আমেজ বদলে গেল আতঙ্কে পরিণত হলো। বনবিভাগ জানায়, গঙ্গাজল ঘাটির জঙ্গল থেকে বেরিয়ে শুশুনিয়া পাহাড় সংলগ্ন শুশুনিয়া, চাঁদরা, শিউলিবনা, নতুন গ্রাম এলাকায় অবস্থান করছে বাইশটি হাতি। রাতভর তাণ্ডবের পর এলাকাবাসীর তাড়া খেয়ে সোমবার সকালে হাতির দলটি ফিরে যায় নতুন গ্রাম সংলগ্ন শাল বাগানে। দিনভর সেখানেই ছিল হাতিগুলি। 

বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর