কলকাতায় বিজেপি সদর দফতরে শুক্রবার আচমকাই ঢুকে পড়ে মাঝ বয়সী এক ব্যক্তি। উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে থাকে সে। তার গতিবিধি দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের।
এরপর তাকে জেরা করতেই জানা যায় সদর দফতরে ঢুকে পড়েছে এক বাংলাদেশি। খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় বিজেপি নেতাদের মধ্যে। ততক্ষণে তাকে জোড়াসাঁকো থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মামুন রসিদ (৪৩)। বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বেঠিয়াঘাটাতে। ঠিক কি উদ্দেশ্য সে বিজেপি সদর দফতরে গিয়েছিল তা এখনও পরিস্কার নয়। তার কাছ থেকে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
এদিকে ওই বাংলাদেশির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে বিদেশী আইন ধারায় মামলা দায়ের করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। তাকে আগামীকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন