ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

৩০ হাজার ডিজিটাল যোদ্ধা নিয়োগ করবেন মমতা!
অনলাইন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমকেও বশে আনতে চায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা ২৫৬। বিজেপিকে পিছনে ফেলতে এবং দলের প্রতি সমর্থন বাড়াতে প্রতিটি আসনে মোট ৩০ হাজার ডিজিটাল/সাইবার যোদ্ধাও নিয়োগ করার কথা ভাবছে দলটি। ২০১৯ সালের নির্বাচনে ফেসবুক, টুইটারকে ব্যবহার করেই ১০ শতাংশের উপর ভোট আদায় করতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস।

সোমবার নজরুল মঞ্চে দলের ডিজিটাল কনক্লেভ-এ মমতা ব্যানার্জীর যে যে নির্দেশে দিলেন, সেগুলে জেনে নিন-

১. ভুল তথ্য ব্যবহার করা চলবে না।

২. ভুয়া খবর নজরে এলেই পুলিশকে জানাতে হবে।

৩. ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে হিন্দি ভাষায় জোর দিতে হবে।

৪. কাজের লোকদের কাজে লাগাতে হবে।

৫. যারা ভাল কাজ করবেন, তাদের একটি তথ্য ব্যাংক তৈরি করতে হবে।

এখানেই শেষ নয়, ব্লকে-ব্লকে, অঞ্চলে-অঞ্চলে, জেলায়-জেলায় তৃণমূলের ডিজিটাল সেলগুলির মধ্যে প্রতিযোগিতা করার পরামর্শও দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে যাদের কাজ (এমনকি সাধারণ মানুষও) সর্বোত্কৃষ্ট হবে তাদের সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: জিনিউজ  

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর