ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বাঙালি প্রধানমন্ত্রী হলে মমতার সুযোগই বেশি: দিলীপ ঘোষ
দীপক দেবনাথ, কলকাতা:

ভারতের প্রধানমন্ত্রী পদে কোন বাঙালি হিসাবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকেই দেখতে চান বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিমত বর্তমান সময়ে বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতার কাছেই সবচেয়ে বেশি সুযোগ রয়েছে।

মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে দিলীপ ঘোষ নিজের এই ইচ্ছা প্রকাশ করেছেন। শনিবার কলকাতায় এক সংবাদ সম্মেলন থেকে মমতার সুস্থ জীবন ও সফলতা কামনা করে তিনি বলেন, ‘মমতা বাংলার মুখ। ওনার সুস্থ থাকাটা খুবই দরকার। কারণ উনি সুস্থ থাকলে ভালভাবে কাজ করতে পারবেন। কারণ তাঁর সাফল্যের ওপরই পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ভর করছে। আর সেটা জরুরি কারণ বাঙালি হিসাবে যদি কারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে, তবে ওনার কাছে সেই সুযোগ রয়েছে।’

এসময় সাংবাদিকদের প্রশ্ন ছিল আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তাদের দলের থেকে কোন বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভবনা আছে কি না? সেই প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘সেটা পরে কেউ হতে পারে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি প্রধানমন্ত্রী পদে ওনার সম্ভাবনাই তালিকায় এক নম্বরে।’  

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এর আগে জ্যোতি বসুর (সিপিআইএম নেতা তথা রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী) প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল। কিন্তু তাঁর দল তাঁকে হতে দেয়নি। সে দিক থেকে বলছি এই মুহূর্তে মমতার নাম সবার প্রথমে রয়েছে। এর আগে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছেন। তাই একজন বাঙালিরও প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন।’

এদিকে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের বিরোধী দল বিজেপি সভাপতির এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্যে অবাক হয়েছেন তারই দলের একাংশ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর