ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মমতা ব্যানার্জীর প্রোফাইলে বিদ্যাসাগরের ছবি
অনলাইন ডেস্ক

ব্যক্তিগত ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি বদলালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মঙ্গলবার রাতেই দেখা যায় তার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেওয়া। প্রোফাইল হিসাবে এর আগে নিজের ছবিই ব্যবহার করতেন মমতা।

বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের রোড শোয়ের সময়ই মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে কলকাতার কলেজ স্ট্রিট ও বিধান সরণিতে। বাইকে আগুন দেওয়া হয়। চলে ইট বৃষ্টি। আহত হয় উভয় পক্ষের বেশ কয়েক জন। সংঘর্ষের মধ্যেই ভেঙে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি।

রাতে ঘটনাস্থলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই ঘটনার দায়ে চাপান বিজেপির ঘাড়ে। মমতা বলেন, বিহার, রাজস্থান থেকে গুণ্ডা এনেছে বিজেপি। তাদেরকে দিয়েই এই দাঙ্গা করিয়েছে বিজেপি। এই ধরনের ঘটনার জন্য আমরা লজ্জিত। ভোটে হারবে জেনেই বিজেপি এইসব করছে। যারা মণিষীদের সম্মান দিতে জানেন না তারা দেশ চালাবে কি করে?  রাজ্যে কোনও হেরিটেজের গায়ে হাত পড়লে তার থেকে ভয়ঙ্কর কেউ হবে না।

সূত্র: কলকাতা ২৪*৭

বিডি প্রতিদিন/ফারজানা/এ মজুমদার

 



এই পাতার আরো খবর