ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘বাড়াবাড়ি করলে পরিণাম ভুগতে হবে’
অনলাইন ডেস্ক

"পুলিশ যদি চায় বেশি বাড়াবাড়ি হোক, আইনশৃঙ্খলার অবনতি হোক, তবে তাঁরা অনেক কিছু করতে পারে। তার পরিণাম তাঁদেরকে ভুগতে হবে।" সোমবার বিজেপির কলকাতা কর্পোরেশন অভিযানের পুলিশি অনুমতি না পাওয়া প্রসঙ্গে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পাল্টা দাবি, শান্তিপূর্ণ আন্দোলন করবে রাজ্যের বিরোধী দল।

ভুয়ো টিকা কাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতা কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। তবে করোনা মহামারির কারণে সেই কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এই প্রসঙ্গে সোমবার দিলীপ ঘোষ বলেন, 'আন্দোলনের জন্য পুলিশের অনুমতির দরকার নেই। আন্দোলন যাতে ঠিকঠাক ভাবে হয়, সেজন্য পুলিশকে জানান হয়েছে মাত্র। কারণ আন্দোলন যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।'

সোমবারের কর্মসূচির অনুমতি না দেওয়ায় শাসকদলের সঙ্গে তুলনা টেনে পুলিশকে একহাত নেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেন, 'তৃণমূলের জন্য কোনও আইন নেই, সংবিধান নেই। কোনও আদালত নেই। কেন্দ্রীয় বাহিনীকে ইট মারা হয়েছিল। কিন্তু কারও নামে এফআইআর করা হয়নি। সেখানে কোনও আইন ভাঙা হয়নি।'

সূত্র: জি নিউজ 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর