ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুলিশকে বদলির হুমকি, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা
অনলাইন ডেস্ক
শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলোচিত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। আজ মঙ্গলবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের তমলুক থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার প্রকাশ্য সভা থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেছিলেন, তৃণমূলের কথা শুনলে তাকে কাশ্মীরে বদলি করা হতে পারে। শুভেন্দুর এমন মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই মামলা করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে ছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এ বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে আসনে মমতাকেই হারিয়ে দেন শুভেন্দু। তবে এখনো হার মেনে নেননি মমতা। এ নিয়ে আইনি লড়াইয়ে চালিয়ে যাচ্ছেন তিনি। 

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর