ঢাকা, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

অপর্ণা সেনকে দেশদ্রোহী বললেন বিজেপি নেতা দিলীপ
অনলাইন ডেস্ক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে হত্যাকারী ও ধর্ষক বলায় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনকে দেশদ্রোহী বলে ভৎর্সনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সহ-সভাপতি দিলীপ এই মন্তব্য করেন। 

তিনি বলেন, অপর্ণারা সব সময়ই দেশদ্রোহী। দেশের পক্ষে যা কিছু, তারা তার বিরুদ্ধে। ভারতীয় পরম্পরা, সংস্কৃতি, হিন্দুত্বের বিরোধিতা করে এসেছেন সব সময়। এখন দেশেরও বিরোধিতা করছেন।

যারা মানুষের থেকে ভালোবাসা পেয়েছেন, অর্থ-বিত্ত পেয়েছেন কিন্তু দেশের সরকার ও সমাজের বিরোধিতা করেছেন, তাদের বোঝা উচিত এখন দেশের মন পাল্টেছে, সমাজ পাল্টেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অপর্ণা বলেন, সীমান্তের সামরিকীকরণ চলছে। কেন্দ্রীয় সরকার সীমান্তে আরও বিএসএফ পাঠাচ্ছে। যেন এরা যথেষ্ট নয়। যারা হত্যা করছেন, ধর্ষণ করছেন তারা যথেষ্ট নন।

এই মন্তব্যের জন্য গত বৃহস্পতিবার অপর্ণাকে আইনি চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর