ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক মামলায় জামিন পেলেন রোদ্দুর রায়
অনলাইন ডেস্ক
রোদ্দুর রায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে অশ্লীল মন্তব্যের মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন রোদ্দুর রায়। সোমবার ব্যাঙ্কশাল আদালত তাকে এই জামিন দেয়।

গত ৮ জুন গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার রোদ্দুরকে। এই মামলায় গত ৯ জুন থেকে পুলিশ হেফাজতে ছিলেন তিনি।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই হাজার টাকার বন্ডে রোদ্দুরকে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলাটিতে জামিন পেলেও অন্য মামলাগুলিতে জামিন পাননি রোদ্দুর। ফলে আপাতত তার মুক্তির সম্ভাবনা কম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করে একটি ইউটিউব ভিডিও তৈরি করেছিলেন রোদ্দুর। হেয়ার স্ট্রিট থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছিল। পরে ব্যাঙ্কশাল আদালতে এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়।

এই মামলার পর রোদ্দুরের নামে আরও দু’টি মামলা হয়। যার মধ্যে একটিতে ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননার অভিযোগ ছিল রোদ্দুরের বিরুদ্ধে। ব্যাঙ্কশাল আদালতে সেই মামলায় রোদ্দুরের জামিনের শুনানি চলছে।  সোমবার বিকাল ৫টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর