ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পশ্চিমবঙ্গ বিজেপির কোর কমিটিতে মিঠুন, নাম নেই রূপার
অনলাইন ডেস্ক
মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ বিজেপির জন্য নতুন কোর কমিটি ঘোষণা করলেন দলের সভাপতি জেপি নাড্ডা। সোমবার সন্ধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করা হয়। কোর কমিটিতে মিঠুন চক্রবর্তীসহ আটজন নতুন মুখ রয়েছেন। বর্তমানে মিঠুন চক্রবর্তী বর্তমানে বিজেপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

ভারতের গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও নামেন মিঠুন। তবে তার পরে বেশ কিছু দিন তাকে রাজ্যে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি ফের রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়েছেন। দুর্গাপূজার আগে রাজ্যের বিভিন্ন জায়গা সফরও করেন।

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই কোর কমিটি গঠন করা হয়েছে। এই কোর কমিটিতে নবনিযুক্ত হলেন ৮ জন সদস্য। তারা হলেন, মিঠুন চক্রবর্তী, জন বারলা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, মনোজ টিগ্গা, দীপক বর্মন ও জগন্নাথ চট্টোপাধ্যায়। আগে কোর কমিটিতে ছিলেন ১২ জন, এখন বেড়ে হল ২০ জন। এর সঙ্গে রয়েছেন চার জন বিশেষ আমন্ত্রিত সদস্য।

তালিকায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নামও রয়েছে। তবে নাম নেই রূপা গঙ্গোপাধ্যায়ের।



এই পাতার আরো খবর