ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেয়েরাই একদিন দেশ চালাবে : মমতা
অনলাইন ডেস্ক
মমতা ব্যানার্জি। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমি বিশ্বাস করি নারীদের ক্ষমতায়নে আমরা সারা বিশ্বে এক নম্বরে। এই মেয়েরাই একদিন দেশ চালাবে, বিশ্ব চালাবে।’‌

আজ শুক্রবার বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বহুদিন ধরে উদ্বোধন করা প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না?‌ তা নিয়েও জেলা প্রশাসনকে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মমতা। পঞ্চায়েত নির্বাচনের আগে এবারও বাঁকুড়া জেলা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। নতুন হাইওয়ে তৈরির জন্য রাজ্য সরকার মোট ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন তিনি। 

মমতা ঘোষণা করেন, ‘‌দক্ষিণবঙ্গ থেকে সোজা উত্তরবঙ্গের সংযোগকারী রাস্তা তৈরি করছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সড়ক জয়রামবাটি–কামারপুকুর থেকে বর্ধমানের মধ্যে দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। এটা বাঁকুড়ার প্রাপ্তি।’‌

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর