শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। প্রায় এক মাস ধরে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারপরে আসবে পবিত্র ঈদুল ফিতর।
কিন্তু এর অনেক আগে থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বাংলাদেশি পর্যটকরা। মূলত ঈদের কেনাকাটাকে সামনে রেখেই তাদের এই আগমন।
আর সেক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা নিউ মার্কেট। অনেকের কাছে এটি আবার 'মিনি বাংলাদেশ' নামেও পরিচিত।
বাংলাদেশ থেকে সড়ক, রেলপথে কিংবা আকাশপথে কলকাতায় পা রেখেই নিউ মার্কেটের হোটেলে উঠেছেন পদ্মা পাড়ের পর্যটকরা। হোটেলে একটু বিশ্রাম নিয়েই কেনাকাটা করতে বেরিয়ে পড়ছেন অনেকে। তারা বলছেন, অতিরিক্ত ভিড় এড়াতেই রমজান মাসের শুরুতে কেনাকাটা করে নিতে চান।
বৃহস্পতিবার নিউ মার্কেট ঘুরে দেখা গেছে, এমন অনেকেই আছেন যারা পরিবার নিয়ে মেডিকেল চেকআপ বা চিকিৎসা করতে এসে ফিরতি পথে কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন।
বাংলাদেশিদের আগমনে খুশি বিক্রেতারা। কোভিডের কারণে গত দুই বছরের বেশি সময় ব্যবসায় মন্দা ছিল, এবার তারা কিছুটা পুষিয়ে নিতে পারবেন- এমন আশা করছেন বিক্রেতারা।
নিউ মার্কেটের পোশাক বিপণনী সংস্থা 'মিলন' এর কর্মকর্তা রাজেশ কুমার তিওয়ারি জানান, করোনার কারণে গত দুই বছরে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তাদের গ্রাহকদের মধ্যে শতকরা ৮০ ভাগ বাংলাদেশি, ২০ ভাগ স্থানীয়। মাস দেড়েক আগে প্রচুর কাস্টমার ছিল। রমজান মাস শুরু হওয়ায় দুই তিন দিন একটু হালকা থাকবে, এরপর থেকে ভিড় ক্রমশই বাড়বে বলে জানান তিনি।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন