ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আগামী লোকসভা নির্বাচনে পশ্চিবঙ্গে ৩৫ আসনে জয় চান অমিত শাহ
দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই নির্বাচিত হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগাম এই ঘোষণা দেওয়ার পাশাপাশি রাজ্যের ভোটারদের কাছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪২ আসনের মধ্যে বিজেপিকে ৩৫ আসনে জয়ী করার আহ্বানও জানিয়েছেন। 

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ির একটি জনসভায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দেন এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।   ২০১৯ সালের লোকসভা নির্বাচন কিংবা পরবর্তীতে ২০২১ সালের বিধানসভার নির্বাচনে বীরভূম জেলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত সেই বীরভূমের মাটি থেকেই মমতা সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন অমিত শাহ। 

অমিত শাহ বলেন, ‘দিদি (মমতা ব্যানার্জি) বাংলার গরিব মানুষদের কল্যাণে কাজ করে না। ওনার একমাত্র লক্ষ্য হল নিজের ভাতিজা (অভিষেক ব্যানার্জি)-কে মুখ্যমন্ত্রী বানানো। কিন্তু দিদি আপনি যতই স্বপ্ন দেখুন না যে আপনার পরে আপনার ভাতিজা মুখ্যমন্ত্রী হবে, আমি এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি পরবর্তীতে বিজেপির কোন একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী হবেন।’ 

জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে অমিত শাহ আরও বলেন ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনেই আপনারা এর ট্রেলার করবেন। বাংলার মধ্যে ৩৫ আসনে জয়ী হয়ে পুনরায় নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’ 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর