ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

উত্তরপ্রদেশে টিভি লাইভে হত্যার ঘটনা নিয়ে যা বললেন মমতা
অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে কথা বলার সময় ভারতের সাবেক একজন রাজ্যসভার সদস্য এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরপ্রদেশের নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে রীতিমতো স্তম্ভিত তিনি! 

রবিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই নৈরাজ্যের পরিস্থিতি দেখে আমি স্তম্ভিত। অপরাধীরা পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে আইন হাতে তুলে নিচ্ছে। যা চূড়ান্ত লজ্জার। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই। 

এর আগে, শনিবার রাতে পুলিশের হেফাজতে থাকা দুই ভাই আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে গুলি চালিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। ‘গ্যাংস্টার’ হিসেবে পরিচিত এ দুই ভাই অপহরণের একটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। সাংবাদিকের বেশে ক্যামেরার সামনে কড়া পুলিশি নিরাপত্তা টপকে গুলি চালায় তিন দুষ্কৃতী। এমন পরিস্থিতিতে যোগীরাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর