ঢাকা, সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

অমর্ত্য সেনকে অবমাননা; বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ
দীপক দেবনাথ, কলকাতা
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বভারতীরই এক সাবেক ছাত্রী। ওই একই অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্বভারতীর কর্মসচিব অশোক কুমার মাহাতো এবং জনসংযোগ কর্মকর্তা মহুয়া বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। ওই সাবেক ছাত্রীর অভিমত, একজন ভারতরত্নকে কখনওই জমি দখলকারী বা জমি কব্জাকারী বলা যায় না।

বিশ্বভারতীর সঙ্গীতভবনের কথাকলি বিভাগের সাবেক ছাত্রী (২০২১ সালে স্নাতক) তৃষা রানী ভট্টাচার্য মঙ্গলবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই একই অভিযোগ পত্র তিনি পাঠিয়েছেন বীরভূমের জেলা পুলিশ সুপার এবং বোলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তাকেও। 

বিশ্বভারতীর সাবেক ওই ছাত্রী বলেন 'আমি বিশ্বকবির বিশ্বভারতীর সাবেক ছাত্রী। অমর্ত্য সেনও একজন সাবেক শিক্ষার্থী। তাছাড়া তিনি নোবেলজয়ী ভারতরত্ন। যারা তাকে জমি দখলকারী, জমি কব্জাকারী বলে, তারা দেশদ্রোহী। আমি চাই তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার ব্যবস্থা নেওয়া হোক। যদিও আরও আগেই আমার এই অভিযোগ করা উচিত ছিল।'    বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর