ঢাকা, সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

কালবৈশাখীর তাণ্ডব, পশ্চিমবঙ্গের চার জেলায় বজ্রপাতে নিহত ১৫
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের চার জেলায় বজ্রপাতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

জানা গেছে, এ দিন দফায় দফায় বৃষ্টি হয় ওইসব অঞ্চলে। দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তিনজনের মৃত্যু হয়েছে হাওড়া জেলায়।

এছাড়া বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের, দু’জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর