ঢাকা, সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ মাথাচাড়া দেবে: তথ্যমন্ত্রী
দীপক দেবনাথ, কলকাতা

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ফের মাথাচাড়া দেবে, অনিশ্চয়তার মধ্যে পড়বে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন 'সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে দল লড়াই করেছে, অসাম্প্রদায়িক দল হিসেবে যারা প্রতিষ্ঠিত সেটা হল আওয়ামী লীগ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাম্প্রদায়িকতাকে ফিরিয়ে এনেছে। 

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি জঙ্গিদের পৃষ্টপোষক, সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্টপোষক। এটা দিনের আলোর মতো স্পষ্ট। তাই বাংলাদেশে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তবে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ফের মাথাচাড়া দেবে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আরো অনিশ্চয়তার মধ্যে পড়বে।' 

মন্ত্রী বলেছেন, 'আমাদের দুই দেশের বন্ধন রক্তের অক্ষরে লেখা, এই বন্ধন কখনওই ছিন্ন হওয়ার নয়। তাই যতদিন বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন আমরা ভারত ও সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ থাকব।’ 

দ্বাদশ সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠুভাবে সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন 'সাম্প্রতিককালে দেশে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনের আহ্বান সত্ত্বেও বিএনপি যেভাবে নির্বাচন বর্জন করেছে। বিএনপির বয়কটের আহ্বান সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে। কয়েক দিন আগে ঢাকা ১৭ আসনে উপনির্বাচন হিরো আলমকে হেনস্থা করার অভিযোগে অনেককে আটক করা হয়েছে। তাই আগের প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারের নির্বাচনও সুষ্ঠু হবে।' 

মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার বিষয়টি অনেক দেশ থেকে উন্নত। যুক্তরাষ্ট্রে কয়েকদিন পরে পরে স্কুলগুলিতে গুলি চালানোর ঘটনা ঘটে, যেভাবে কৃষ্ণাঙ্গ হত্যা হয়েছে, সেখানে প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেভাবে ক্যাপিটাল হিলে হামলা চালালো, পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনকে হত্যা করল, সেরকম কোন ঘটনা বাংলাদেশ বা এই অঞ্চলে কোথায় হয়নি। যুক্তরাষ্ট্রে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়, তার তুলনায় আমাদের দেশে মানবাধিকার ভালো। ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, নরওয়ের মতো ইউরোপের দেশগুলোতে পুলিশের অত্যাচার হয়েছে, তা গোটা বিশ্ব দেখেছে, সেই তুলনায় বাংলাদেশে কিছুই হয় নি।' 

এদিনের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে পদ্মার ইলিশ রফতানি প্রসঙ্গে মন্ত্রী বলেছেন 'পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি বন্ধ নয়। কিন্তু আমাদের দেশে মাছ ধরা বন্ধ ছিল, তাই রপ্তানি হয়তো বন্ধ আছে।’ এসময় তিনি বলেন, ‘কলকাতার 'ভজহরি মান্না' নামক রেস্তোরায় ইলিশ খেয়ে যে মজা পেয়েছি, সেটা বাংলাদেশে পাইনি।' 

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দো বাংলা প্রেস ক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী, সম্পাদক শুভজিত পুততুন্ডু, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক সন্তোষ শর্মা, আশিকুর রহমান প্রমুখ।  

এদিন বাংলাদেশের তথ্য মন্ত্রীর উপস্থিতিতেই কলকাতা প্রেস ক্লাবের স্নেহাশীষ সুর এক ঘোষণা জানান 'ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে মনোনীত দুজন তরুণ সাংবাদিক দশ দিনের জন্য কলকাতা আসবেন। তারা এখানকার পশ্চিমবঙ্গের বিধানসভা, সচিবালয় ঘুরে দেখবেন। তেমনি ভাবে কলকাতা থেকেও দুজন তরুণ সাংবাদিক ১০ দিনের জন্য ঢাকায় যাবেন। সেখানে মন্ত্রণালয়, সচিবালয় ঘুরবেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ নেবেন। এসময় সেখানকার স্থানীয় সাংবাদিকরা আগত প্রতিনিধির দলের সদস্যদের গাইড করবেন। মূলত ব্যবহারিক ও সরাসরি অভিজ্ঞতার সঞ্চয়নে সঞ্চয়ের লক্ষ্যমাত্রা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্নেহাশীষ সুর। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর