ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতে ছয় বাংলাদেশী মৎস্যজীবী গ্রেফতার
দীপক দেবনাথ, কলকাতা

গভীর সমুদ্রে মাছ ধরতে এসে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে ছয় বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। বুধবার পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোর এলাকায় ঢুকে পড়া এই ছয় বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রেফতার করে বন দফতর। আটক করা হয়েছে তাদের মাছ ধরার একটি নৌকাও। 

বৃহস্পতিবার তাদেরকে কলকাতার আলিপুর আদালতে প্রেরণ করা হয়। আদালত অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল) নির্দেশ দেয়।

বন দফতর সূত্রের খবর, বুধবার এই মৎস্যজীবীরা সুন্দরবনের গভীর জঙ্গল লাগোয়া বাঘমারা এলাকায় তাদের যন্ত্রচালিত নৌকাটি নোঙর করে, জঙ্গলে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বন দফতরের টহলদারি নৌকা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। বন দফতরের তাড়া খেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ছয়জনকেই বনকর্মীরা আটক করে।

এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের তাদেরকে বৃহস্পতিবার গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু ধারাল অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে বন দফতর জানিয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর