ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজধানীতে নতুন অফিস চালু করছে বাংলাদেশিম্যাট্রিমনি
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

বাংলাদেশিম্যাট্রিমনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিমনি ডটকম’-এর একটি অংশ। জীবনসঙ্গী-সন্ধানী লাখ লাখ অবিবাহিত নারীপুরুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। দেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ময়মনসিংহ জেলাসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) বাংলাদেশিম্যাট্রিমনি’র সেবার আওতাধীন। সম্প্রতি বাংলাদেশিম্যাট্রিমনি ডটকম ঢাকায় একটি অফিস চালুর ঘোষণা দিয়েছে। 

বাংলাদেশিম্যাট্রিমনি’র কান্ট্রি ম্যানেজার শাহরুখউর রহমান খান বলেন, “প্রতিদিন হাজারেরও অধিক বর-কনে আমাদের অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করছে এবং পছন্দমত জীবনসঙ্গী খুঁজে পেতে আমরা তাদের সাহায্য করছি। ঢাকায় নতুন এই অফিসের মাধ্যমে গ্রাহকদের আরও ভালো এবং বৃহৎ পরিসরে সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।”

বাংলাদেশিম্যাট্রিমনি’র হাজারো প্রোফাইল থেকে ব্যবহারকারীরা তাদের মনের মতো সঙ্গী খুঁজে পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা, অবস্থান, পেশা, বয়স, শখ, ধর্মীয় সম্প্রদায় ইত্যাদি অনুসারে ফিল্টারের সুবিধা রয়েছে। আগ্রহীরা রিকুয়েস্ট-লাইক পাঠানো ও সরাসরি মেসেজ বা কল করে সম্ভাব্য ম্যাচগুলোর সাথে যোগাযোগ করতে এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে সকল প্রোফাইল যাচাই-বাছাই ও ম্যানুয়ালি স্ক্রিন করে শুধুমাত্র আগ্রহীদেরই তালিকাভুক্ত করা হয়ে থাকে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর