ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

একুশে মেলায় রহমান শেলীর ‘তোমার মাঝেই সম্ভাবনা’
অনলাইন ডেস্ক

একুশে বইমেলায় এসেছে আত্ম উন্নয়ন বিষয়ক বই ‘তোমার মাঝেই সম্ভাবনা’। বইটি লিখেছেন রহমান শেলী।

একজন আদর্শ মানুষের জন্য প্রধান অনুষঙ্গ সচ্চরিত্র। এক কথায় একজন সাফল্যমণ্ডিত ও নিষ্ঠাবান মানুষ হতে যে গুণগুলো অপরিহার্য তার সাবলীল বিশ্লেষণধর্মী এক মোটিভেশনাল বই এটি। বইটি পাঠে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার রসদ পাবে কিশোর-তরুণ-ছাত্র-যুবাসহ সব বয়সী মানুষ।

পৃথিবীতে ভালো মানুষের খুব দরকার। ভালো মানুষরা এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রিয় দেশ, প্রিয় পৃথিবীকে। একজন ভালো মানুষ হওয়ার মন্ত্র গাঁথা ‘তোমার মাঝেই সম্ভাবনা’। মাত্রাপ্রকাশ থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ৪৫৭ নম্বর স্টলে।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর