ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বইমেলায় রাব্বি হোসেনের উপন্যাস ‘স্মৃতির রুমাল’
অনলাইন ডেস্ক

মানবজীবন কতইনা অনিশ্চিতার বেড়া জালে বন্দী। হুট করে একদিন প্রিয় মানুষটি হারিয়ে যাবে। আপনার খুব কাছের মানুষকে ভাবলেন ‘কিছু বলবেন’, কিন্তু বলার আগেই মানুষটি না ফেরার দেশে চলে গেলো। আপনি পায়ে আলতা পরে বসে আছেন প্রিয় মানুষটির জন্য।যার জন্য গভীর আগ্রহে দু’পায়ে আলতা দিলেন হুট করে খবর এলো সেই মানুষটি আর বেঁচে নেই। আক্ষেপ হবে না? হবে। তেমনই কিছু আক্ষেপ আর টানাপোড়ন নিয়েই লেখা তরুণ লেখক রাব্বি হোসেনের উপন্যাস ‘স্মৃতির রুমাল’। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে উপন্যাসটি। বইটি ইতোমধ্যে মেলায় পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

রাব্বি হোসেনের ‘স্মৃতির রুমাল’ উপন্যাসটি পাওয়া যাচ্ছে ঘাসফুল প্রকাশনির ৫৪৮ নং স্টলে। বইটি সামাজিক ও রোমান্টিক ধাচের একটি উপন্যাস। বইটির প্রচ্ছদ মূল্য- ২২৫টাকা। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর