ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘মন্তব্য এড়িয়ে গন্তব্যে’ পৌঁছানো বিজয়িনীরা
অনলাইন ডেস্ক

‘এসব মেয়েদের দিয়ে হবে না’। ‘এগুলো কি মেয়েদের কাজ’! ঘরে হোক বা বাইরে- এ ধরনের মন্তব্য শোনেননি এমন নারী খুব কমই আছে। বলা যায়, এমন সব মন্তব্যে অভ্যস্তই হয়ে পড়েছেন তারা। তবে চারপাশের সব মন্তব্য এড়িয়ে, সব বাধা পেরিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন যে নারীরা তারাই তো জয়ী, তারাই তো বিজয়িনী! তাদের সাফল্যের গল্প সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় ডাবর আমলা হেয়ার অয়েল। ‘মন্তব্য এড়িয়ে গন্তব্যে’ এমন একটি থিমে শুরু হয় ক্যাম্পেইনটি।

এই ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে থেকে পাওয়া ৩ জন বিজয়িনীর গল্প সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে ডাবর আমলা হেয়ার অয়েল। এদের মাঝে একজন বিজয়িনী আতিকা রোমা। যিনি নিজের চলাফেরার স্বাধীনতার জন্য স্কুটি চালানো শুরু করলেও পরবর্তীতে অন্য নারীদেরও শেখানোর উদ্যোগ নেন।অন্য একজন বিজয়িনী ফান্নানা রাফি অনন্যা। চাকরি ছেড়ে যিনি উদ্যোগ নিয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার। আর একজন বিজয়িনী পরহিতা চাকমা। রন্ধনশিল্পের মাধ্যমে যিনি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন নিজ এলাকার খাবারের ঐতিহ্য। এই উদ্যোগের মাধ্যমে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়ে উঠেছেন তেমনি অন্যদেরও অনুপ্রেরণা জোগাচ্ছেন স্বাবলম্বী হয়ে উঠতে। এই বিজয়িনীদের এগিয়ে যাওয়ার সম্পূর্ণ গল্পগুলো জানা যাবে ডাবর বাংলাদেশের ফেসবকু পেজে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর