ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এলো ‘স্ট্রিট ফুড কার্নিভাল’
অনলাইন ডেস্ক
স্ট্রিট ফুড কার্নিভাল ২০২২

রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে আজ বুধবার থেকে শুরু হলো ‘স্ট্রিট ফুড কার্নিভাল ২০২২’। আগামী ৫ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত তাদের মাল্টি-কুইজিন রেস্তোরাঁ "বাহার"-এ এই কার্নিভাল চলবে।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রেনেসন্স ঢাকা গুলশান হোটেল বিশ্বজুড়ে বিখ্যাত স্ট্রিট ফুডের স্বাদ উদযাপন করতে প্রস্তুত। সারা বিশ্বের স্ট্রিট ফুড থেকে পছন্দের স্ট্রিট ফুডটি বেছে নিন ও হারিয়ে যান স্ট্রিট ফুডের স্বাদের দুনিয়ায়।

জানা গেছে, প্রায় ১২০ টিরও বেশি দেশ সেরা স্ট্রিট ফুড নিয়ে এসেছেন রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের এক্সিকিউটিভ শেফ ফিরম্যান। যিনি ইন্দোনেশিয়া ও পৃথিবীর বিভিন্ন দেশে তার প্রস্তুতকৃত খাবারের জন্য সমাদৃত।

এই কার্নিভালে থাকছে ইন্দোনেশিয়ার সাতে লিলিট, থাইল্যান্ডের সোম ট্যাম, আমেরিকা থেকে কর্নডোগ, আরব থেকে হুমুস এবং স্থানীয় বাংলাদেশের ফুচকাসহ আরও অনেক মুখরোচক স্ট্রিট ফুড। বুফে জনপ্রতি ৮৫০০ টাকায় পাওয়া যাবে এবং বাছাইকৃত ব্যাঙ্ক কার্ডে থাকছে আকর্ষণীয় ‘বাই ওয়ান গেট টু’ অফার।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর