ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তামাক নিয়ন্ত্রণে ‘রিপোর্টার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

তামাক নিয়ন্ত্রণে ‘রিপোর্টার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) আয়োজনে রবিবার রাজধানীর বিএমএ ভবনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

মানস’র প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্বা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দি ইউনিয়নের কারিগরী পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। অনুষ্ঠানের সমাপনী পর্বে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মানস এর প্রকল্প কর্মকর্তা মো. আবু রায়হান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। স্বাস্থ্যখাতে ৩০ হাজার কোটি টাকার অধিক অর্থ ব্যয় হয়। কৌশলে সরকারকে কর ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানিগুলো। দেশ থেকে তামাক নির্মূল করতে গণমাধ্যমগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণে তামাক বিরোধী প্রচারণা জরুরি। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর