ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জেসমিন আবেদীনের ‘আর সুধী না’
অনলাইন ডেস্ক

অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে কবি জেসমিন আবেদীনের দ্বিতীয় কবিতার বই ‘আর সুধী না’। বইটি প্রকাশ করেছে ‘উৎসব প্রকাশনা’, স্টল নম্বর ২১২-২১৩। প্রচ্ছদ করেছেন, আল মামুন খোকন।

মানুষের সাথে মানুষের সম্পর্কই নয়, সম্পর্কের ফলাফল আর সে সংক্রান্ত অভিজ্ঞতার আলোকে লেখা হয়েছে বেশ কিছু কবিতা। যেখানে কেবল প্রেম বা ভালোবাসা নয়, অনুরাগ, অভিযোগ, অভিমান আর বিরহের প্রতিফলনও তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে বিরহকে তাচ্ছিল্য করার অনেকগুলো কারণ ও উপায়। রয়েছে জীবনের সহজবোধ্যতা।

এই বইয়ে প্রমিত বাংলা এবং কিছুটা কথিত প্রচলিত বাংলা ভাষার ব্যবহারও করা হয়েছে। যেখানে মনের আক্ষেপ বা অনুভূতি নিজের মতো করে তুলে ধরা হয়েছে।

বই প্রসঙ্গে কবি জেসমিন আবেদীন বলেন, ‘আবেগ মানুষের অন্যতম শত্রু এবং দুর্বলতা। এই বিষয়ে বেশ কিছু কবিতা এখানে রয়েছে যেখানে আবেগকে অবহেলা করে সামনে এগিয়ে যাওয়ার কবিতা, যেগুলোতে ব্যবহার করা হয়েছে পোক্ত কিছু উদাহরণ ও কারণ। বইটি পড়লে পাঠকই এর ভালো-মন্দ বিচার করতে পারবেন।

জেসমিন আবেদীনের প্রথম কবিতার বই ‘এক চিমটি বিষ’ প্রকাশিত হয়েছে কাগজ প্রকাশন থেকে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর