ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বইমেলায় সজল আশফাকের ‘প্রজাপতি ব্যাজ’
অনলাইন ডেস্ক

বইমেলায় পাওয়া যাচ্ছে সজল আশফাকের ‘প্রজাপতি ব্যাজ’। সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর গল্পের এই বইটি অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। 

জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এক কিশোরের চোখে দেখা স্বাধীনতাযুদ্ধকে নিয়ে লেখা হয়েছে এই গল্প। চাকরি সূত্রে ওই কিশোরের বাবা, তাঁর পরিবার নিয়ে থাকতেন কিশোরগঞ্জ জেলার ভৈরববাজারে। যুদ্ধকালের বেশকিছু সত্যঘটনা নির্ভর খণ্ডচিত্রের সমাহারে গড়ে ওঠা এই কাহিনির পরিসমাপ্তি হয় অনাকাঙ্ক্ষিত এক সমাধিতে।

উল্লেখ্য, ’৮০-র দশকের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মখু সজল আশফাক-এর লেখালেখি জীবনের শুরু ছড়া ও কবিতা দিয়েই। তাঁর প্রথম ছড়াগ্রন্থ ‘লেজটি তুলে দৌড়’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে। প্রথম কবিতার প্রকাশনা ‘প্রেমাঙ্গ পাখি’ বের হয় ১৯৯৮ সালে। ছড়া-কবিতার পাশাপাশি নিয়মিত সায়েন্স ফিকশনও লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০ এরও বেশি।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর