ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বইমেলায় ধীমনের ‘পাথর’
অনলাইন ডেস্ক
বড়ুয়া মনোজিত ধীমন

বইমেলায় প্রকাশিত হয়েছে চলচ্চিত্র প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমনের গল্প ও চিত্রনাট্য গ্রন্থ ‘পাথর’। বইটি প্রকাশিত হয়েছে মোরালুক পাবলিকেশন্স থেকে। বাংলা একাডেমির ভেতরের ৭৬৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি নিয়ে বড়ুয়া মনোজিত ধীমন বলেছেন, ‘পাথর’ গল্প ও চিত্রনাট্য গ্রন্থটি পড়ে দেখতে পারেন। আশা করি, সবার ভালো লাগবে।

উল্লেখ্য, পদ্মা সেতু নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র পদ্মাপাড়ি প্রযোজনা করেছেন বড়ুয়া মনোজিত ধীমন। তিনি নির্মাণ করছেন সাদা-কালো ফরমেটে ‘সব্যসাচী’ শিরোনামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর