ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ বইয়ের মোড়ক উন্মোচন
গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ বইটি একুশে বই মেলায় অন্যপ্রকাশ প্রকাশনা কর্তৃক প্রকাশিত হয়েছে। সোমবার বইটির মোড়ক উন্মোচন অমুর একুশে বইমেলার অন্যপ্রকাশ স্টলে সম্পন্ন হয়েছে।

গাজীপুরের বশেমুরকৃবি’র জনসংযোগ শাখার উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া মঙ্গলবার এ তথ্য জানান।

বইটিতে তিনি পরিবেশ বিপর্যয় মোকাবিলায় বঙ্গবন্ধু থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও পরিকল্পনার কথা সুষ্পষ্টভাবে উল্লেখ করেছেন। বিশ্ব নেতৃবৃন্দের মিলন মেলায় পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের ভূমিকাও আলোকপাত করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন জানান, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম রচিত ‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ বইটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সম্পদ, যা ভবিষ্যতে গবেষণা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর