ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দার্জিলিংয়ে চার দেশের কবিতা উৎসবে রহমান শেলী সম্মানিত
অনলাইন ডেস্ক

দার্জিলিং শিবম হলে তিন দিনব্যাপী কবিতা উৎসবের পর্দা নামলো। কবিতা হোক শান্তি ও সম্প্রীতির হাতিয়ার- এই শ্লোগাণ সামনে রেখে শেষ হলো দার্জিলিং কবিতা উৎসব। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ৫০ জন কবি অংশ নেন। বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র ও জাতীয় কবিতা পরিষদ, কলকাতা উদ্যোগে উৎসব আয়োজন করা হয়। 

প্রধান অতিথি ছিলেন কবি ও কথা সাহিত্যিক রহমান শেলী। উদ্বোধন করেন নেপালের কবি বিধান আচারি। সভাপতিত্ব করেন ভারতের কবি অরুণ কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি নেপালের কবি বিসমা উপরেতি, ভুটানের কবি ডক্টর ভগওয়াত ভানদরী, মায়া গাংগস। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতের কবি শাকিল আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আয়োজক কবি লৎফুর চৌধুরী। চার দেশের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে উৎসব শুরু হয়। এরপর বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি - এই নাচ পরিবেশিত হয়। উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করেন ভারতের নৃত্যশিল্পী ইন্দ্রানী সেন রায় গুপ্ত। রবীন্দ্রসঙ্গীত আকাশভরা সূর্যতারা পরিবেশন করেন কোয়েলী বসু। 

কবিদের অংশগ্রহণ ও সংবর্ধনার মধ্যদিয়ে উৎসব শেষ হয়। দার্জিলিংয়ে কবিতা উৎসব হিসেবে এটি ২২তম।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর