ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টিন্টেড সানস্ক্রিন কি সাধারণের মতোই কার্যকর?
লাইফস্টাইল ডেস্ক
প্রতীকী ছবি

টিন্টেড সানস্ক্রিন হালের জনপ্রিয় একটি ময়েশ্চেরাইজার প্রোডাক্ট। যার মধ্যে রয়েছে এসপিএফের গুণাগুণ। যা দেবে ত্রুটিহীন সুরক্ষিত ত্বকের প্রতিশ্রুতি। ভোগ ম্যাগাজিনের প্রকাশিত এক প্রতিবেদনে ওয়েলনেস ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সোমা সরকার জানান, এই ব্যবহারে আপনি পেতে পারেন দাগছোপহীন নিখুঁত ত্বক। সাধারণ সানস্ক্রিনের পরিবর্তে টিন্টেড সানস্ক্রিন ব্যবহারের সুবিধা হলো- এতে অতিরিক্ত উপাদান রয়েছে যা ত্বককে ইউভিএ, ইউভিবি এবং ত্বককে প্রভাবিত করে এমন সব ধরনের দৃশ্যমান আলো থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে।

টিন্টেড সানস্ক্রিন কী?

ডা. সোমা সরকার ব্যাখ্যা করে বলেন, সাধারণ সানস্ক্রিন ক্ষতিকারক ইউভিএ এবং ইউভিবি রশ্মি থেকে সুরক্ষিত বা ক্ষতিকর দৃশ্যমান আলোকরশ্মি শনাক্ত করতে পারে না। এ ছাড়া নিত্যদিনের ব্যবহৃত মোবাইল স্ক্রিন কিংবা কম্পিউটার স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর আলো ত্বকের গভীরে প্রবেশ করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এমন সমস্যা নিমিষেই দূর করবে হালের এই সানস্ক্রিন। তাই টিন্টেড সানস্ক্রিন দিন। তিনি আরও বলেন, এই সানস্ক্রিন ত্বকে সুরক্ষা স্তর তৈরি করে এবং ক্ষতিকর আলোকরশ্মিকে অবরুদ্ধ করে। ফলে পিগমেন্টেশন বাড়তে পারে না। এই সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাই অক্সাইডের উপস্থিতির কারণে ত্বকের উপরিভাগে আলাদা সুরক্ষা স্তর তৈরি করে, পাশাপাশি আপনার ত্বকে নিয়ে আসবে বাড়তি উজ্জ্বলতা। অর্থাৎ এটি ত্বকে সূর্যের আলো থেকে সুরক্ষার সঙ্গে সঙ্গে সমানভাবে ত্বকে আভা নিয়ে আসে।

টিন্টেড সানস্ক্রিনের উপকারিতা

সূর্যের অতিবেগুনি রশ্মি অকাল বার্ধক্য তৈরি করে। এমন কি আমাদের নিত্যদিনের ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর ক্ষতিকারক আলোকরশ্মি ত্বকে হাইপার-পিগমেন্টেশন, কালচে দাগ, বলিরেখা এবং ত্বকের বার্ধক্যের সৃষ্টি করে। এ ক্ষেত্রে আয়রন অক্সাইড সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহারে সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারে। ডা. সোমা সরকার বলেন, যারা মেলাসমা, পোস্ট-ইনফ্লেমেটরি হাইপারপিগমেন্টেশন এবং ফ্রেকলসের মতো পিগমেন্টেশনে ভুগছেন তাদের জন্য টিন্টেড সানস্ক্রিন আদর্শ।

কোন ত্বকে কেমন সানস্ক্রিন

ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয় আর সঙ্গে ব্রণের সমস্যা থাকে, তাহলে মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য মিনারেল বেসড সানস্ক্রিনের চেয়ে ময়েশ্চারাইজিং টিন্টেড সানস্ক্রিন সেরা। এতে থাকা ভিটামিন-ই ও শিয়া বাটারের মতো উপাদান ত্বককে দিনভর আর্দ্র ও কোমল রাখবে। আর হ্যাঁ, সংবেদনশীল ত্বকের জেল ফরমুলার মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া ও দানাদানা সমস্যা এড়ানো সম্ভব।

তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর