ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লিচুর খোসায় ত্বকচর্চা
অনলাইন ডেস্ক

গ্রীষ্ম মৌসুমের জনপ্রিয় ফল লিচু। এটি চাইনিজ চেরি নামেও পরিচিত। ফলটি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ, যা ত্বককে একাধিক উপায়ে সুরক্ষা করে।

এ ফল ত্বকের সূক্ষ্মরেখা এবং বলিরেখা কমাতে সাহায্য করে। এতে থাকা উচ্চ মাত্রার জল ত্বককে হাইড্রেট রাখে। ফলে ত্বক থাকে নরম ও সতেজ। এর প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ত্বককে লালচেভাব এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। লিচুতে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটি ভিটামিন এবং খনিজের ভালো উৎস, যা ত্বকের প্রয়োজনীয় পুষ্টি জোগায়।

ত্বকের পরিচর্চায়

♦ লিচুর খোসা বেটে লেবুর রস, নারকেল তেল, হলুদ মিশিয়ে ঘাড়ে লাগান। এতে ঘাড়ের মৃত কোষ দূর হবে।

♦ ব্লেন্ডারে লিচুর খোসা, চালের গুঁড়ো, অ্যালোভেরা জেল ও গোলাপজল দিয়ে প্যাক তৈরি করে নিন। এ পেস্ট মুখে ব্যবহার করুন। উজ্জ্বলতা বাড়বে।

♦ লিচুর খোসা পিষে মুলতানি মাটি, আপেল ভিনেগার, বেকিং সোডা মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগান।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর