ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুলবাড়ী পৌর নির্বাচন, করোনা ও শীতের প্রকোপেও বইছে ভোটের গরম হাওয়া
দিনাজপুর প্রতিনিধি

করোনা ও শীতের প্রকোপও দমাতে পারেনি ভোটের নির্বাচনী গণসংযোগ। প্রতিনিয়তই বিভিন্ন কৌশলে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এখন ফুলবাড়ীতে বইছে ভোটের গরম হাওয়া। 

প্রথম ধাপে একমাত্র দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ডিসেম্বর। পৌর এলাকার প্রত্যেকটি পাড়া-মহল্লায় প্রার্থীরা ভোটযুদ্ধে কে কত বেশী এগিয়ে থাকবে, তা নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। হাট-বাজারে কিংবা চায়ের দোকানে চলছে প্রার্থীদের চুল-চেরা বিশ্লেষন। কে হবে এবারের পৌর পিতা এনিয়ে ভোটারদের নানা জলপনা কল্পনা। তবে প্রার্থীরাও বিভিন্ন কৌশলে পৌর এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন। এবারে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। 

এছাড়াও কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও সাবেক কাউন্সিলর ও কিছু নতুন মুখ পাড়ায়-মহল্লায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী খাজা মঈন উদ্দীন চিশতী, বিএনপি দলীয় প্রার্থী-ফুলবাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী-বর্তমান মেয়র ও ফুলবাড়ী পেশাজীবি সংগঠনের সভাপতি মুরতুজা সরকার মানিক, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন।

ভোটাররা বলছেন, বিগত দিনে ময়লা-আর্বজনার কারণে পৌরবাসীদের যে চরম ভোগান্তি পোহাতে হয়েছে, এবার ভোটে ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে পৌরবাসী। নামে নয়, কাজেও প্রমাণ করতে হবে এটি প্রথম শ্রেণীর পৌরসভা। আবার অনেকে বলছেন, পৌর এলাকায় নতুন নতুন ভবন তৈরী হয়েছে, কিন্তু নেই পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা, বাড়ী বাড়ী খাবার পানি সরবারহ করার কথা থাকলেও পানির লাইন গুলো অকেজো হয়ে পড়ে আছে, তার কোনো খবর নেই।  তাই এবারের নির্বাচনে মেয়র-কাউন্সিলরদের কাছে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব-নিকেশ করেই ভোটাররা ভোট দিবেন এমনটিই জানান বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা।   

উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৩২জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ফুলবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।  ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯জন। এ পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোটগ্রহণ হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর