ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, মালয়েশিয়া বিএনপির প্রতিবাদ
জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ সভা করেছে বিএনপি মালয়েশিয়া শাখা। মঙ্গলবার কুমিল্লার আদালতে একটি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে মালয়েশিয়া বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপি সভাপতি (প্রস্তাবিত) মো. শহীদ উল্যাহ শহীদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাহ উদ্দিন, জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক সরকার আতিকুর রহমান সোহেল, বিএনপি নেতা গাজী মো. শওকত আলী, মালয়েশিয়া যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মালয়েশিয়াস্থ কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. নাসির মোল্লাহ প্রমুখ।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিন্টু সরকার, বিএনপি নেতা মো. সেলিম হোসেন, জাকির হোসেন, মো. আলী আকবর, জাতীয়তাবাদী সমবায় দল মালয়েশিয়া শাখা যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুপক প্রমুখ। 

বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম



এই পাতার আরো খবর