ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

স্কুলশিক্ষার্থী ঝরে পড়া কমিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
ফ্রান্স প্রতিনিধি:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ সরকার স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। গত ১০ বছরে স্কুলশিক্ষার্থী ঝরে পড়ার হার ৪৭ শতাংশ থেকে ১৮ শতাংশে কমিয়ে এনেছে সরকার। স্কুল ঝরে পড়া রোধে বাংলাদেশ সরকার স্কুল ফিডিং এবং বৃত্তির ব্যবস্থা করেছে। 

আজ ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এসডিজি-এডুকেশনের অধিবেশনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। সেশন সভাপতি  ইউনেস্কোর এডিজি স্টেফানিয়া জিয়ানিনি শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যের বিষয়ে কিছু বলার আহবান জানালে শিক্ষামন্ত্রী এ কথা জানান। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কারণে এসডিজির স্টিয়ারিং কমিটি বিশেষভাবে শিক্ষামন্ত্রীকে আজকের অধিবেশনে বক্তব্য রাখতে এ আহবান জানান।  

এরআগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর