ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

নিজ খরচে চীন থেকে আসতে চান ৩০ জন : পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীন থেকে দেশে ফিরতে আরও ১৭১ জন রেজিস্ট্রেশন করলেও নিজ খরচে বিমান ভাড়া দিয়ে আসতে চায় ৩০ জন। তবে, কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা যাবে, এ বিষয়টি চীন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রবিবার সকালে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত লি জিমিং’র সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়, করোনাভাইরাস নিয়ে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চীনের রাষ্ট্রদূতের হাতে প্রধানমন্ত্রীর দেয়া চিঠি তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ। আর করোনা শনাক্তের জন্য চীনের পক্ষ থেকে বাংলাদেশকে ৫০০ কিট দেয়া হবে বলে জানান রাষ্ট্রদূত।

তিনি জানান, দু’দিনের মধ্যে বাংলাদেশের হাতে ৫০০ করোনাভাইরাস পরীক্ষার কিট তুলে দেয়া হবে। করোনা সংকট মোকাবেলায় উহানে ২৬ হাজার চিকিৎসক কাজ করছে। এমন দিনে চীনের পাশে থাকায় বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে কৃতজ্ঞও জানান তিনি।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর